কালীপুজো দিয়ে আজ চালু হচ্ছে করিমগঞ্জ শ্মশানের ইলেকট্রিক চুল্লি
করিমগঞ্জ, ২৫ আগস্ট : ৩ দিনের অন্তর একটি করে মৃতদেহ লাগবে৷ না হলে ব্যয় হবে ১৭ হাজারের অধিক টাকা৷ একবার স্টিম উঠলে থাকবে অন্তত ৩ দিন৷ তাই ৩ দিনের মধ্যে মৃতদেহ না আসলে স্টিম কমে যাবে৷ আবার স্টিম তুলতে লাগবে ২০০ লিটার ডিজেল৷
করিমগঞ্জের মতো জায়গায় বৈদ্যুতিক চুল্লি চালানো মানে হাতি পোষার মতো৷ কারণ বৈদ্যুতিক চুল্লি মেরামত সহ এর বিপুল পরিমাণ খরচের বিষয়টি বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়৷ তবে শ্মশানের এই চুল্লি পুনরায় মেরামতের ব্যবস্থা করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক৷ এটি মেরামত করতে ব্যয় হয় প্রায় ৪ লক্ষ টাকা৷ সেই টাকার ব্যবস্থা করেন বিধায়ক নিজেই৷
শনিবার সেই চুল্লিটি পুনরায় চালু করা হবে৷ হবে কালীপুজো৷ ২০১৯ সালে ইলেকট্রিক চুল্লিটি যখন চালু হয় তখন কালীপুজো হয়নি৷ এবার মেরামতির পর হচ্ছে কালীপুজো৷ কালীপুজোর পর উৎসর্গ করা হবে এটি৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, উন্নতমানের চুল্লি বসানোর পরও সেটি খারাপ হয়ে গেছিল৷ তাই এবার মা কালীকে পুজো দিয়েই চালু হবে৷ বিদ্যুতের বিল যাতে কমানো যায় তাই জেনারেটরের মাধ্যমে চালিত হবে ইলেকট্রিক চুল্লি৷