Barak Valley

কাল্পনিক মন্দিরের আদলে এবার তৈরি হচ্ছে মণ্ডপ, থাকবে বাঁশের কারুকার্যও

স্টেশন রোড-ইএন্ডডি কলোনি ও রায়নগরের পূজা ৪২ বছরে

করিমগঞ্জ : শহর করিমগঞ্জে ঐতিহ্যবাহী স্টেশন রোড-ইএন্ডডি কলোনি রায়নগর সর্বজনীন দুর্গাপূজা এবার ৪২তম বর্ষে পা দিয়েছে৷ পুজোর বাজেট ৮ লক্ষ টাকা৷ ক্লাবের প্রধান পৃষ্টপোষক হিসাবে ৩ বিধায়ক এবং রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস রয়েছেন৷ মুখ্য উপদেষ্টা হিসাবে সুলেখা দত্ত চৌধুরী৷ সভাপতি হিসাবে রাজেন্দ্র প্রসাদ বণিক (রাজু) এবং সুব্রত দাস (তাপস) সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন৷

স্টেশন রোড-ইএন্ডডি কলোনি ও রায়নগর সর্বজনীন দুর্গাপূজায় এবার কাল্পনিক মন্দিরকে মণ্ডপের থিম হিসাবে ফুটিয়ে তুলেছেন স্থানীয় শিল্পী৷ সম্পূর্ণ মণ্ডপে থাকবে বাঁশের কারুকার্য৷ স্থানীয় শিল্পী মুন্ন চন্দ মণ্ডপ সজ্জায় রয়েছেন৷ অন্যদিকে, মায়ের প্রতিমা গড়ছে প্রতিমা শিল্পালয়৷ মণ্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য থাকবে আলোকসজ্জায়৷

পুজোর ৩ দিন মহাপ্রসাদ বিতরণ ছাড়াও আরতি দেখা যাবে মণ্ডপে৷ দ্বিতীয় দিনের দশমীতে বিসর্জনে চমক থাকবে বলে জানান কোষাধক্ষ রাজা দত্তবণিক৷ পূজা উপলক্ষে আনন্দে মেতে উঠেন বলে জানান কমিটির কর্মকর্তারা৷

Show More

Related Articles

Back to top button