Updates

কাল করিমগঞ্জে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী স্বপ্না বানিয়া

করিমগঞ্জ : নির্বাচন উপলক্ষে মহিলা সংকল্প সমাবেশে অংশ নিতে করিমগঞ্জ আসছেন বিজেপির মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী স্বপ্না বানিয়া৷ মঙ্গলবার টাউন কালীবাড়ি রোডের পঞ্চপ্রদীপ ক্লাবের মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি৷ তার সঙ্গে থাকবেন মহিলা মোর্চার ২ রাজ্য সম্পাদিকা অপরাজিতা ভূঁইয়া ও ছন্দা রায় সিংহ৷ এ দিন বেলা ১১টায় শুরু হবে এই সমাবেশ৷ এতে থাকবেন করিমগঞ্জ বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ দলীয় ২ বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার, প্রার্থী কৃপানাথ মালা সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button