Updates

মোদির জন্মদিন : ‘সেবা মহাযজ্ঞ’ কার্যক্রমে রোগীদের ফল বিতরণ বিজেপি শহর মণ্ডলের

করিমগঞ্জ : ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সমগ্র ভারতবর্ষ ভিত্তিক “সেবা মহাযজ্ঞ” কার্যক্রমের অংশ হিসেবে আজ ২০ সেপ্টেম্বর করিমগঞ্জ অসামরিক হাসপাতালে বিজেপি করিমগঞ্জ শহর মণ্ডলের উদ্যোগে এবং করিমগঞ্জ শহর মণ্ডল বিজেপির অন্তর্গত অনুসূচিত জাতি (SC) মোর্চা এবং অন্যান্য অনগ্রসর জাতি (OBC) মোর্চার সহোযোগিতায় রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।

এই ধরনের কার্যক্রম শুধু সেবা নয়, বরং জনসেবার প্রতি দলের অঙ্গীকার ও সামাজিক দায়িত্ববোধের প্রকাশ। শহর মণ্ডলের পক্ষ থেকে এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করে ভবিষ্যতে নতুন নতুন সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে, যা সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

Show More

Related Articles

Back to top button