Barak Valley
কৃষক মোর্চার করিমগঞ্জ জেলা উপ-সভাপতি রাজশেখর, শহর মন্ডলের দায়িত্বে সোমনাথ

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা বিজেপির কৃষক মোর্চার উপ-সভাপতি পদে রাজশেখর দত্তকে নিযুক্তি প্রদান করা হয়৷ একই সঙ্গে করিমগঞ্জ শহর মন্ডল কৃষক মোর্চার সভাপতি পদে সোমনাথ দাসকে মনোনীত করেন মোর্চার জেলা সভাপতি৷ মঙ্গলবার জেলা বিজেপি কার্যালয়ে আহুত এক সভায় রাজশেখর-সোমনাথ জুটির হাতে নিয়োগপত্র তুলে দেন কৃষক মোর্চার জেলা সভাপতি অমিতাভ দে৷ উপস্থিত ছিলেন বিজেপি করিমগঞ্জ জেলার সাধারণ সম্পাদক দিলীপ দাস মহাশয়, করিমগঞ্জ কৃষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে মহাশয়, কৃষাণ মোর্চার প্রভারী শ্যামল ভট্টাচার্য্য মহাশয়, কৃষাণ মোর্চার দুই সাধারণ সম্পাদক উৎপল ঘোষ মহাশয়, গোপীনাথ মহাশয়, ও অমিত পাল মহাশয়।