কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড. পি চৌধুরীর নেতৃত্বে, কৃষি বিজ্ঞান কেন্দ্র করিমগঞ্জ ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপন করে৷ যার থিম ছিল ‘জাতির সমৃদ্ধির জন্য অখণ্ডতার সংস্কৃতি’৷ মূল কর্মূসূচির মধ্যে কেভিকে কর্মীদের দ্বারা একটি অখণ্ডতার অঙ্গীকার গ্রহণ করা হয়৷ এতে ৪ জন সদস্য ই-অঙ্গীকার গ্রহণ করেন, যা নৈতিক আচরণের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে৷ পাশাপাশি ১৫ অংশগ্রহণকারীকে নিয়ে আলোচনা সভা ১ নভেম্বর অনুষ্ঠিত হয়৷ এতে প্রতিষ্ঠানের মধ্যে সতর্কতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর জোর দেওয়া হয়৷ কেভিকে থেকে সচেতনতামূলক অনুষ্ঠান এবং পোষ্টার তৈরীর প্রতিযোগিতায় আকবরপুর ফার্ম এলপি স্কুল এবং শ্যামসুন্দর বিদ্যামন্দির স্কুলের ছাত্রদের জড়িত করে সম্প্রদায়ের কাছে বার্তা প্রসারিত করা হয়৷ এতে ৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়৷
এছাড়া, মাইজগ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত সচেতনতা সভায় ২৫ জন স্থানীয় নাগরিক অখণ্ডতার অঙ্গীকার গ্রহণ করেন৷ কেভিকে করিমগঞ্জ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থিমটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যানার প্রদর্শন করা হয়৷ যা শিক্ষাগত এবং জনগণকে উভয় ক্ষেত্রেই অখণ্ডতা এবং সতর্কতা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী প্রচেষ্টা চিহ্নিত করে৷