Barak Valley

কৃষ্ণচূড়া গাছ পড়ে করিমগঞ্জে ভাঙলো শহিদ বেদি

করিমগঞ্জ : কৃষ্ণচূড়া গাছ পড়ে করিমগঞ্জে ভেঙে গেল শহীদ বেদী৷ ৬১’র বাংলা ভাষা আন্দোলনে বরাক উপত্যকায় ১১ জন শহীদ হয়েছিলেন৷ সেই শহিদের স্মৃতির উদ্দেশ্যে ১৯৯১ সালে করিমগঞ্জে স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের চত্বরে ১১টি পিলার তৈরী করে ১টি শহীদ বেদী নির্মাণ করা হয়েছিল৷ কিন্তু আকস্মিকভাবে এক দুর্ঘটনায় শহীদ বেদীর কয়েকটি পিলার ভেঙে পরেছে৷ ঘটনাটি ঘটেছে শিববাড়ি রোডের স্পোর্টিং ইউনিয়ন ক্লাব চত্বরে৷ শহীদ বেদীর পাশে একটি প্রকান্ড কৃষ্ণচূড়া গাছ ছিল৷ ইদানিং লাগাতার বৃষ্টির কারণে গাছের গোড়ায় মাটি কমে যায়৷ ফলে গাছের গোড়া উপরে গিয়ে গাছটি পড়ে শহীদ বেদীর উপরে৷ গাছের বড় ডাল পিলারের উপর পরায় কয়েকটি পিলার ভেঙে পরেছে৷ ৬১ সালের ভাষা আন্দোলনের ১১ শহীদের নামে এত সুন্দর করিমগঞ্জে আর ২য় শহীদ বেদী নেই৷ ফলে এই শহীদ বেদীর এক বিশেষত্ব ছিল বলে করিমগঞ্জবাসী মনে করেন৷ তাই শহীদের প্রতি সম্মান জানাতে ক্লাব কর্তৃপক্ষ নতুন করে শহীদ বেদী নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা যায়৷

Show More

Related Articles

Back to top button