AssamBarak Valley

অনুসন্ধানের নামে প্রার্থীদের শ্লীলতা হানির জন্য আপের মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ ।

গুয়াহাটি, ,পিএনসি -সেপ্টেম্বর ১৬ – আম আদমি পার্টির আসামের সিনিয়র নেতা, অম্লানজ্যোতি হাতিবরুয়া রাজ্য সরকার কর্তৃক পরিচালিত তৃতীয় এবং চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একটি অভিযোগ পাঠিয়েছেন। এএপি নেতা সোমবার মানবাধিকার কমিশনের কাছে পরীক্ষার হলে প্রবেশের আগে মহিলা প্রার্থীদের প্রকাশ্য হয়রানি এবং তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে একটি অভিযোগ পাঠিয়েছেন। নলবাড়ি জেলার একটি পরীক্ষা কেন্দ্রে তল্লাশির নামে মহিলা প্রার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং শ্লীলতা হানির অভিযোগের পরে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) সোমবার বিষয়টি এএপি নেতা অম্লানজ্যোতি হাতিবরুয়ার নজরে এনেছে। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একটি চিঠিতে, আপ নেতা তৃতীয় এবং চতুর্থ শ্রেণির নিয়োগের জন্য এই পরীক্ষায় কোনও প্রশিক্ষিত পুলিশ অফিসার ছাড়াই সাধারণ নিরাপত্তারক্ষীদের দ্বারা প্রার্থীদের মানসিক ও শারীরিক হয়রানির অভিযোগের তদন্তের দাবি করেছিলেন।

Show More

Related Articles

Back to top button