Barak Valley

খুশি স্মৃতি সংস্থার বৃক্ষরোপণ অভিযানে সহযোগিতার আহ্বান

করিমগঞ্জ : সবুজ পৃথিবীকে বাঁচাতে ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের আহ্বান জানান করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস৷ স্বাধীনতা দিবস উপলক্ষে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণে কার্যসূচির সূচনা করে ASP বলেন, প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে হলে প্রতিদিন গাছ লাগাতে হবে৷ যে কোন সরকারি-বেসরকারি অনুষ্ঠান বা জন্মদিন, মৃত্যু দিন বা বিবাহ বার্ষিকীতে নিয়ম করে গাছ লাগাতে হবে৷ তাহলে আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া যাবে৷

এদিকে, খুশি স্মৃতি সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণে কার্যসূচির যে অভিযান শুরু হয়েছে, তাতে সকলের সহযোগিতা কামনা করেন সংস্থার মুখ্য উপদেষ্টা অরূপ রায়৷ মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যক্ষ বলেন, পরিবেশ রক্ষা করতে হলে বৃক্ষরোপণ করার পাশাপাশি প্লাস্টিক বর্জন করতে হবে৷ প্লাস্টিক বর্জনের লক্ষ্য রেখে শিক্ষা প্রতিষ্ঠান আগামী এক বছরের মধ্যে ব্যাপক সচেতনতা চালাবে৷

ছন্তর বাজারের সামনে ডিভাইডারে পাতা বাহারের গাছ লাগানোর জন্য সহযোগিতায় এগিয়ে আসে পুলিশ বিভাগ, মহর্ষি বিদ্যামন্দির ও খুশি স্মৃতি সংস্থা৷ উপস্থিত ছিলেন করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন ডিহিঙ্গিয়া, পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা৷

Show More

Related Articles

Back to top button