Sports
খেলায় অন্য ভূমিকায় কোহলি

পুনে, ১৯ অক্টোবর : পুনেতে আজ দেখা গেল বিরল এক ঘটনা। বিশ্বকাপের মত মঞ্চে বল করলেন বিরাট কোহলি। মাঠে ও টিভি পর্দায় কয়েক কোটি মানুষ দেখলেন বল হাতে ব্যাটারদের বল করতে ছুটে আসছেন কোহলি। যাকে বল করতে বাঘা বাঘা বোলারের গলা শুকিয়ে যায়, সেই কোহলিই ব্যাটারকে তার বল খেলার চ্যালেঞ্জ জানাচ্ছেন। এমন দৃশ্য বিশ্বকাপের মঞ্চে তো বিরলই।
ঘটনাটা আজ ঘটল বাংলাদেশের ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়া বল করার সময়। ভারতের এই অলরাউন্ডারের তৃতীয় বল করার সময় বিপত্তি। দারুণ স্ট্রেইট ড্রাইভে বলকে বাউন্ডারিতে পাঠালেন লিটন দাস। তবে বলটা ঠেকাতে পা এগিয়ে দিয়েছিলেন পান্ডিয়া। তাতে পায়ের পেশিতে টান পড়ে তার। তারপরে তিনি যান মাঠের বাইরে। তার জায়গায় কোহেলি বল করতে আসেন।