Barak ValleyAssamNorth-EastSports

খেলো ইন্ডিয়ার ব্রোঞ্জ পদক জয়ী পলককে করিমগঞ্জে সংবর্ধনা নুপুর নৃত্যালয়ের

করিমগঞ্জ : যোগাসন ট্রেনিং সেন্টারের ছাত্রী পলক কুরি কলকাতায় খেলো ইন্ডিয়া ১০কি দম এ ৯-১৮ বছরের প্রতিযোগিতায় আর্টিস্টিক যোগে ব্রোঞ্জ পদক পেয়ে অসম তথা বরাকের নাম উজ্জ্বল করেছে৷ যোগাসন ট্রেনিং সেন্টারের কর্ণধার সঞ্জীব দাস তাঁর ৩ ছাত্রীকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ এই প্রতিযোগিতায় অসম থেকে মোট ৭ জন প্রতিযোগী অংশ নেয়৷

‘খেলো ইন্ডিয়া’-য় বরাক উপত্যকার যোগা শিক্ষক সঞ্জীব দাস যোগা শিক্ষকের ভূমিকা পালন করে বরাক তথা অসমের গৌরব বৃদ্ধি করেছেন৷ এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্থানীয় টাউন কালীবাড়িতে নুপুর নৃত্যালয়ের কার্যালয়ে পলক কুরি, শিক্ষক সঞ্জীব দাস ও অংশগ্রহণকারী ২ ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, ডিএসএ সম্পাদক সুদীপ চক্রবর্তী, যোগ প্রশিক্ষক রাজেশ দাস ও গীতবিতানের সম্পাদক বিষ্ণুপদ নাগ৷

সংবর্ধনা সভায় বিশিষ্ট ব্যক্তি ও সম্মানীয় অতিথিরা যোগাসন নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ এদিন সঞ্জীব দাসের হাতে স্মারক সম্মান তুলে দেন৷ কলকাতায় বিজয়ী পলক কুরিকে স্মারক তুলে দেওয়া হয়৷ শ্রেয়সী দেব ও দেবিকা আচার্যীকেও সংবর্ধনা দেওয়া হয়৷

অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতানের শিল্পীরা৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌসুমী ভট্টাচার্য৷ ধন্যবাদ বক্তব্য রাখেন নুপুর নৃত্যালয়ের কর্ণধার পায়েল চক্রবর্তী কুরি৷

Show More

Related Articles

Back to top button