Barak Valley

গরমে মাত্রাতিরিক্ত লোডশেডিঙে জেরবার করিমগঞ্জের জনজীবন

করিমগঞ্জ : গরমের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে করিমগঞ্জে শুরু হয়েছে মাত্রাতিরিক্ত লোড শেডিং৷ গত দিন পাঁচেক থেকে গরম বেড়ে যাওয়ায় মানুষের অবস্থা নাজোহাল৷ এর মধ্যে দিন ও রাতে চলছে পালা করে লোড শেডিং৷ করিমগঞ্জের বিদ্যুৎ সমস্যা নিরসন হয়ে গেছে বলে বিজেপির তরফে যে দাবি করা হয়েছিল, সেটা বাস্তবে ব্যুমেরাং হয়ে গেছে৷ জেলা সদর সহ অন্যত্র চলতে থাকা লোডশেডিং নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে৷

জেলা হিন্দু রক্ষী দলের অন্যতম সদস্য বিশ্বদীপ দাস সোমবার লোডশেডিং নিয়ে বিদ্যুৎ বিভাগের AGM-র সঙ্গে সাক্ষাৎ করেন৷ তিনি AGM-কে সরাসরি জানান, লোডশেডিঙের ফলে শহর যখন অন্ধকারে ডুবে যায়, তখন নেশাদ্রব্য সেবনকারিদের জন্য পোয়াবারো হয়ে উঠে৷ অন্ধকারের সুযোগে যেখানে সেখানে চলে মদ, ড্রাগস সেবন৷ এসব কারণে সাধারণ মানুষের চলাফেরা অনেকটাই মুশকিল হয়ে পড়ে৷ ফলে শহরে সন্ধ্যার পর গোটা রাত স্ট্রিট লাইট জ্বালানো সহ লোডশেডিং না করার অনুরোধ জানান তিনি৷ প্রত্যুত্তরে AGM তাঁকে জানান, এখন চাহিদার থেকে কম বিদ্যুৎ আসছে৷ যার জন্য লোডশেডিং হচ্ছে৷

Show More

Related Articles

Back to top button