Barak Valley

গান্ধী ভবনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান

শিলচর ( পিএন সি)- শনিবার শিলচর গান্ধী ভবনে বরাক কন্ঠ পত্রিকার উদ্যোগে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক হারাণ দে ও বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী । সঙ্গে ছিলেন আইনজীবী রজত ঘোষ ;; ড্রিমসের কর্ণ ধার গৌতম গুপ্ত, সমাজসেবী রূপম নন্দী পুরকায়স্থ, সঙ্গীত শিল্পী গৌতম সিনহা ও বরাক কন্ঠ পত্রিকার কর্নধার সন্তোষ চন্দ ।
উদ্বোধনের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Show More

Related Articles

Back to top button