করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে আলোচনা সভা

করিমগঞ্জ : ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী পালন করেছে করিমগঞ্জ জেলা বিজেপি৷ এ নিয়ে দলের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়৷ এ দিন প্রথমে ভারত কেশরীর প্রতিকৃতিতে মাল্যদান করেন দলের কার্যকর্তা সহ বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি রথীন্দ্র অধ্যাপক৷ পরে দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে সভায় শ্যামাপ্রসাদ মুখার্জীর কর্মজীবন নিয়ে একে একে আলোচনা করেন সভার মুখ্য অতিথি রথীন্দ্র অধ্যাপক সহ মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্র দেব, কিশোর দে প্রমুখরা৷ তারা দেশ বলির শিকার হওয়া হিন্দুদের দুঃখ দুর্দশা নিয়ে আওয়াজ তোলা শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন৷ এ দিনের সভায় অন্যদের মধ্যে ছিলেন জয়পতি বণিক, রথিরঞ্জন দাস, শিখা চক্রবর্তী, বীরেন দাস সহ অন্যরা৷ এ দিনের সভার শুরুতে সঙ্গীত পরিবেশন করেন রিমি দাস৷ তাঁকে তবলায় সঙ্গত দেন সুমন চক্রবর্তী৷