North-EastLifestyle

গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে নাগাল্যান্ডে উঠে গেল কুকুরের মাংসের উপরে নিষেধাজ্ঞা!

গুয়াহাটি : নাগাল্যাণ্ডের লোকজন কুকুরের মাংস খায়। আমরা এই বিষয়টা সেভাবে নিতে না পারলেও ওদের কাছে সহজ । আর এই কুকুরের মাংস খাওয়ার ব্যাপারটা নিয়ে পশুপ্রেমীরা আপত্তি তোলেন। কারণ এতে করে কুকুরের সংখ্যাও কমছে, আর হত্যা মোটেও ভালো কাজ নয়।

পশুপ্রেমীদের আন্দোলনের ফলে কুকুরের মাংস (Dog’s Meat) বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নাগাল্যান্ড সরকার (Nagaland Government)। তবে নাগাল্যান্ড সরকারের এই নিষেধাজ্ঞা বাতিল করল গুয়াহাটি হাইকোর্ট (Gauhati High Court)।

মাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করে কুকুরের মাংস বিক্রি বন্ধ করে দেয় নাগা সরকার। তবে সেই নিষেধাজ্ঞা বাতিল করেছে গুয়াহাটি হাইকোর্ট।

উল্লেখযোগ্য যে, গত ২ জুন হাইকোর্টের কোহিমা বেঞ্চ সাফ জানিয়ে দেয়, “আধুনিক সময়েও নাগাল্যান্ডের মানুষ কুকুরের মাংসকে আদর্শ আর স্বীকৃত খাবার মনে করে”।

Show More

Related Articles

Back to top button