Barak Valley

গোরক্ষ জয়ন্তীতে নানা অনুষ্ঠান করিমগঞ্জে

করিমগঞ্জ : করিমগঞ্জ নাথ মিশনের ব্যবস্থাপনায় জেলা গ্রন্থাগার মিলনায়তনে বৃহস্পতিবার মহাযোগী গোরক্ষনাথের আবির্ভাব তিথি উপলক্ষে গোরক্ষ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে৷ এ উপলক্ষে রয়েছে সকাল ৮টায় গ্রন্থাগারের সম্মুখে পতাকা উত্তোলন৷ পরবর্তীতে শোভাযাত্রা, যজ্ঞানুষ্ঠান ও বেলা ১১টায় যোগ সাধ্বী রানি ময়নামতী ও বিমলা দেবী স্মৃতি মঞ্চ উদ্বোধন ও গোরক্ষনাথের জীবনী নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বরাক উপত্যকা সহ ত্রিপুরার বক্তারা৷ এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাথ মিশনের পক্ষে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করছেন৷

Show More

Related Articles

Back to top button