Barak Valley
ঘন ঘন লোডশেডিং করিমগঞ্জে কংগ্রেসের প্রতিবাদ

করিমগঞ্জ : আজ করিমগঞ্জের এপিডিসিএল কার্যালয়ে কংগ্রেস কর্মীদের উত্তাল প্রতিবাদ। ঘন ঘন লোডশেডিঙ্গের প্রতিবাদে জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংঘটনের কর্মকর্তারা ঘেরাও করলেন করিমগঞ্জের এপিডিসিএল কার্যালয়। এদিন কংগ্রেসের যুব নেতা সন্দীপ নন্দির নেতৃত্বে আন্দোলনকারীরা এপিডিসিএল মুর্দাবাদ ধ্বনী সহ বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় চত্ত্বর সরগরম করে তুলেন। পরে প্রতিবাদকারীদের প্রতিবাদে বাঁধা দিতে দেখা যায় জেলার পুলিশ এবং আধাসামরিক বাহিনীকে।