Assam

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত ফকিরগঞ্জ থানার এসআই

দক্ষিণ শালমারা, ১৫ জুলাই : ঘুষের টাকা নিতে গিয়ে চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিমের কাছে হাতেনাতে ধরা পড়েছেন অসম পুলিশের জনৈক সাব-ইনস্পেক্টর। গ্রেফতারকৃত পুলিশ অফিসার দক্ষিণ শালমারার ফকিরগঞ্জ থানার সাব-ইনস্পেক্টর ফজায়েল হক।

জনৈক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়েছিল চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিম। ফকিরগঞ্জ থানার সাব-ইনস্পেক্টর ফজায়েল হকের বিরুদ্ধে অভিযোগ, একটি মামলা নিষ্পত্তির জন্য তিনি ৩০ হাজার টাকা দাবি করেছেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিম তাঁকে ধরতে ছক কষে।

কষা ছক অনুযায়ী অভিযুক্ত সাব-ইনস্পেক্টর ফজায়েল হককে অগ্রিম ৮ হাজার টাকা দিচ্ছিলেন অভিযোগকারী। এই টাকা নেওয়ার সময় চিফ মিনিস্টার ভিজিল্যান্সের আধিকারিকরা তাকে হাতেনাতে পাকড়াও করেন।

জানা গেছে, চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিম ঘুষের অভিযোগ এবং তার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আরও তথ্য পেয়েছে। রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর ফজায়েল হকের বিরুদ্ধে দুর্নীতি নিবারণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button