Assam
ঘুষের টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার লখিমপুরের লাটমণ্ডল হেমেন্দ্র

লখিমপুর : ঘুষের টাকা নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হয়েছেন লখিমপুর জেলার তিনকোণীয়া সার্কল অফিসের লাটমণ্ডল হেমেন্দ্র বরা। জমির মিউটেশন প্রক্রিয়াকরণের জন্য জনৈক আবেদনকারীর কাছে মোট এক লক্ষ টাকা দাবি করেছিলেন হেমেন্দ্র।
জানা গেছে, অভিযুক্ত হেমেন্দ্র বরা আবেদনকারীর নামে এক খণ্ড জমির মিউটেশন করে দেওয়ার নামে এক লক্ষ টাকা দাবি করেছিলেন।
দাবি অনুযায়ী প্রথম কিস্তি হিসেবে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে (গুগল পে) ৫০ শতাংশ অর্থাত্ ৫০ হাজার টাকা হেমেন্দ্র বরাকে দিয়েছিলেন। পরের কিস্তি দেওয়ার আগে সংশ্লিষ্ট আবেদনকারী দুর্নীতি দমন অধিকরণের দ্বারস্থ হন। দুর্নীতি দমনের কষা ছক অনুযায়ী আজ বুধবার বাকি ৫০ হাজার টাকা অভিযোগকারীর হাত থেকে নিয়ে হাতেনাতে ধরা পড়েন লাটমণ্ডল হেমেন্দ্র বরা।