কাছাড় জেলার কালাইন-রানিফেরি সড়কে প্রশাসনের উচ্ছেদ অভিযান

কালাইন, ১৭ এপ্রিল : কাছাড় জেলার কালাইন-রানিফেরি সড়কে প্রশাসন চালিয়েছে উচ্ছেদ অভিযান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সোমবার বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী নিয়ে অভিযানে নামেন কাটিগড়ার সার্কল অফিসার মিনার্ভা দেবী। জবরদখল মুক্ত করা হয় কালাইন বাজারের ফুটপাত সহ বেশ কিছু এলাকা।
বিগত চারদিন থেকে কাটিগড়া সার্কল কার্যালয় থেকে ফুটপাতকে দখলমুক্ত করার জন্য জনসাধারণের উদ্দেশ্যে আবেদন রাখা হচ্ছিল। আজ সোমবার সকাল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা স্থান ত্যাগ করতে থাকেন। উচ্ছেদের সময় যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল সেই সব প্রতিষ্ঠানকে সিল করে দেওয়া হবে বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সার্কল অফিসার মিনার্ভা দেবী জানান, ‘ক্লিন কালাইন’ই লক্ষ্য প্রশাসনের। এই লক্ষ্যকে সামনে রেখেই তিনি কাজ করছেন।
অভিযোগ, কালাইনের যানজট সমস্যা দীর্ঘদিনের। অস্থায়ী অটো স্ট্যান্ড ও যত্রতত্র সামগ্রী লোড-আনলোডের ফলে মূলত এই যানযট শুরু হয়য আর এর শিকার হয় কাটিগড়া সহ গোটা বরাক উপত্যকা। কারণ সড়কটি জাতীয় সড়ক হওয়ার ফলে প্রতিনিয়তই ব্যস্ত থাকে সড়কটি। ব্যস্ততম এই সড়কে মালপত্র লোড-আনলোড বা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অটো রিকশাগুলোর যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় সৃষ্টি হয় যানজট। কিন্তু রহস্যজনক কারণে প্রশাসনিক তরফে এ ব্যাপারে তেমন গুরুত্ব না থাকায় ব্যবসায়ীরা অনেকটা বেপরোয়া হয়ে উঠেছেন।