Assam

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ৩ পুলিশ কর্মী

শিলচর : ২৪ ঘন্টায় আরও ৩ জন পুলিশ কর্মীকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখা৷ এরমধ্যে SI পদের ১ জন পুলিশ অফিসার আছেন৷ নাম গণেশ শর্মা৷ বক্সার জেলাতে এই অভিযান চালিয়েছিল দুর্নীতি নিবারক শাখা৷ তাদের ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয়৷

Show More

Related Articles

Back to top button