Barak Valley

কাঁকড়া নদী থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

কালীগঞ্জ : কালীগঞ্জের কাঁকড়া নদী থেকে এক নবজাতকের নিথর দেহ উদ্ধার হয়েছে রবিবার রাতে৷ কালীগঞ্জের লোকদাস গ্রামের কয়েকজন যুবক নদীতে মাছ ধরার সময় হঠাৎ দেখতে পান যে জলে ভেসে একটি কার্টন নদীর তীরে থাকা কচুরিপানায় আটকে রয়েছে৷ কৌতুহলবশত সুহেল আহমেদ ও হাসান আহমদ নামের ২ যুবক কার্টনের ভিতর থাকা কালো পলিথিন সরিয়ে দেখেন তাতে একটি নবজাতকের দেহ রয়েছে৷ বিষয়টি কালীগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ জ্যোতিষ নাথকে জানানো হয়৷ পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ সিভিলে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ ময়নাতদন্তের পর ৭২ ঘন্টা মৃতদেহটি মর্গে রাখা হবে৷

Show More

Related Articles

Back to top button