চুরি যাওয়া সাতটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার পাথারকান্দি পুলিশের

পাথারকান্দি : প্রযুক্তিকে কাজে লাগিয়ে গত কিছুদিন ধরে চুরি সহ হারানো দামি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে মালিকদের হাতে সমঝে দিচ্ছে পুলিশ। এ থেকে বাদ যায়নি পাথারকান্দি পুলিশও। বিগত দিনে প্রায় ৪০টি হারানো মোবাইল সেট উদ্ধারের পর সম্প্রতি পাথারকান্দি পুলিশের সাইবার ক্রাইম টিমের টানা অভিযানে এক এক করে মোট সাতটি চুরি ও হারানো দামি অ্যান্ড্ৰয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার হয়েছে।
আজ শুক্রবার পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর সমরজিত্ বসুমতারি উদ্ধারকৃত ওই সব মোবাইল মালিকদের থানায় ডেকে নিজের হাতে সেগুলো সমঝে দিয়েছেন। আজ যাঁরা হারানো মোবাইল ফোনের হ্যান্ড সেট ফিরিয়ে পেয়েছেন তাঁরা পাথারকান্দি থানাধীন নঘরিয়ার ময়নুল হক, কান্দিগ্রামের মহম্মদ ইয়াইয়া, ডেফলআলার মোক্তার হোসেন, জুড়বাড়ির নুরান বেগম, নঘরিয়ার রূপক দাস, বৈঠাখালের শীলা যাদব ও মোল্লাগ্রামের তৌফিক আহমেদ। তারা সবাই নিজ নিজ মোবাইল সেট ফিরে পেয়ে খুশি ব্যক্ত করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সম্পর্কে ওসি সমরজিত্ বসুমতারি জানান, গত প্রায় আড়াই তিন মাস আগে এলাকার বেশ কয়েকজন বিভিন্নভাবে মোবাইল সেট হারানোর পর থানায় লিখিত এফআইআর দাখিল করেছিলেন। পরে পুলিশ সুপারের তত্ত্বাবধানে তাঁদের হারানো মোবাইল সেট খুঁজে বের করতে কাজে লাগানো হয় পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চকে। এতে সাফল্যে আসে। হারানো মোবাইল সেটের ইএমআই নম্বর ট্যাগ করে পুলিশ পৌঁছে যায় মোবাইল পর্যন্ত। যাঁদের কাছ থেকে মোবাইলগুলো উদ্ধার হয়েছে তাদের একাংশ নাকি বলেছেন, তারা মোবাইল সেট কুড়িয়ে পেয়েছেন। আবার কেউ কেই বলেছেন, তারা নাকি অন্যের কাছ থেকে কিনেছেন। তবে তাদের আজগুবি কথাকে পুলিশ গুরুত্ব না দিয়ে মোবাইলগুলো নিজেদের জিম্মায় নিয়ে নেয়।