Barak Valley

ছন্দে ফিরছে হাইলাকান্দি, বন্যা পরিস্থিতির উন্নতি

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দির বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার হাইলাকান্দি রাজস্ব সার্কেলের ৪টি ও আলগাপুর রাজস্ব সার্কেলের ১টি relief camp বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট সার্কল অফিসার৷ তবে সোমবার প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বিভাগ থেকে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত জেলার ১৬টি রাজস্ব গ্রামের ১৫৫৩ জন লোক বন্যাদুর্গত হিসেবে রয়েছেন৷ আলগাপুর রাজস্ব সার্কলে এখনও ১টি relief camp চালু রয়েছে৷ এছাড়া relief distribution centre হিসাবে জেলায় ২১টি centre এখনও চালু রয়েছে৷ এগুলিতে সোমবার ত্রাণ হিসাবে চাল ৩৬ কুইন্টাল, ডাল ৬.৯৮ কুইন্টাল, লবণ ২.১ কুইন্টাল, ভোজ্য তেল ২০৯.৫ লিটার বন্টন করা হয়েছে৷ এদিকে, প্রশাসন থেকে সোমবারও বন্যাদুর্গত এলাকায় পশুখাদ্য গমের ভূসি বন্টন অব্যাহত রয়েছে৷

Show More

Related Articles

Back to top button