Barak Valley

ছাত্র আন্দোলনে উত্তাল করিমগঞ্জ

করিমগঞ্জ : ছাত্র আন্দোলনে শুক্রবার উত্তাল হয়ে উঠল সীমান্ত শহর৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হায়, হায়৷ শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু হায়, হায় স্লোগানে শহর উত্তাল করেন প্রতিবাদী ছাত্ররা৷ বর্ধিত ফি মুকুব না করা অবধি আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুস্মিত দেব৷ মূলত রাজ্য সরকার কর্তৃক বর্ধিত ফির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতেই ছাত্ররা পথে নামে৷ রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া আজ করিমগঞ্জের বন্যা পরবর্তী পরিস্থিতির খোঁজখবর নিতে আসেন৷ শহরে তাঁর উপস্থিতিতেই কলেজের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সহ অন্যান্য ছাত্রছাত্রীরা জেলাশাসকের গেটের একদম সামনেই ধরনায় বসেন এবং অনবরত স্লোগান দিতে থাকেন৷

কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুস্মিত দেব সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজে ছাত্রদের ফি বর্ধিত করা মোটেই উচিত হয় নি৷ সরকার ছাত্রদের সঙ্গে অবিচার করছে বলেও অভিযোগ তোলেন তিনি৷ যে সকল ছাত্রছাত্রীদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল৷ সরকার কর্তৃক বর্ধিত ফির কারণে সেই সকল আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷

ছাত্র সংসদের উপ-সভাপতি শিবম দত্ত বলেন, সরকার দু’মুখো নীতি অবলম্বন করে চলছে৷ একদিকে, MEDIA-র সামনে ভর্তি সম্পূর্ণ বিনা পয়সায় হবে বলে সরকার বাহবা কুড়াচ্ছেন আর অন্যদিকে ফির পরিমাণ বৃদ্ধি করছে৷ সরকারের এই দুমুখো নীতির কঠোর ভাষায় সমালোচনা করেন ছাত্রনেতা শিবম দত্ত৷ অনতিবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও তীব্রতর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

Show More

Related Articles

Back to top button