Barak Valley

জনদরদি প্রকল্পের জন্যই ফের ক্ষমতায় আসবে বিজেপি : বিজয়

রামকৃষ্ণনগর : দুর্ঘটনায় কেউ মারা গেলে তাঁকে যদিও ফিরিয়ে আনা সম্ভব নয়৷ কিন্তু ওই পরিবারের পাশে বিজেপি সরকার বটবৃক্ষের মতো পাশে দাঁড়ায়৷ সাহায্য করে নানা প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়ে৷ এটাই হল নতুন ভারতের জনদরিদ্র সরকারের সংকল্প৷ সপ্তাহ আগে শনবিলে নৌকাডুবিতে মারা যাওয়া নবকিশোর দাশের স্ত্রীর হাতে বুধবার বুধবার বিকালে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের ২ লক্ষ টাকার চেক তুলে দিয়ে এই অভিমত ব্যক্ত করেন বিধায়ক বিজয় মালাকার৷

তিনি বলেন ড. হিমন্ত বিশ্ব শর্মা এমন একজন মুখ্যমন্ত্রী, যার খেয়াল সবকিছুতেই রয়েছে৷ বলেন, নবকিশোরের মতো রাজ্যে শত শত দরিদ্র পরিবারের মানুষ এমন দুর্ঘটনায় মারা যান৷ কিন্তু সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে না দিত, তাহলে ওই দরিদ্র পরিবারগুলির জীবিত সদস্যের কত যে বিড়ম্বনায় পড়তে হতো৷

তিনি বলেন, এমন প্রকল্পে কিছুটা যেমন উপকার পাচ্ছে পরিবার, তেমনি অন্য প্রকল্পের মাধ্যমে আরও সাহায্য করা হচ্ছে৷ তাঁর কথায় টাকায় মানুষের যদি পাশে দাঁড়ানো না যায়, তাহলে সরকার কীসের জন্য? আগামীতেও বিজেপি ক্ষমতায় ফিরবে৷ আর তার জন্যই এমন জনদরদি প্রকল্প নিয়েছে সরকার৷ তাঁর কথায়, এই দলের একজন সৈনিক হিসেবে তিনি গর্বিত৷

এদিন নবকিশোরের স্ত্রীর হাতে চেক তুলে দেওয়ার সময় বিধায়কের সঙ্গে ছিলেন অমৃত পাল, দেবাশিস দত্ত, সুবোধ দাশ, উৎপল দাশ, হারাধন দাশ সহ আরও অনেকে৷

Show More

Related Articles

Back to top button