জমজমাট আগমনী অনুষ্ঠান উপহার করিমগঞ্জ লোকসংস্কৃতি মঞ্চের

করিমগঞ্জ : এক জমজমাট আগমনী অনুষ্ঠান উপহার দিল লোকসংস্কৃতি মঞ্চ, করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতি৷ বিপিনচন্দ্র পাল স্মৃতিভবন প্রেক্ষাগৃহে শুক্রবার রাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি করিমগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নির্মল সরকার, মলয় চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রণধীর রায়, সম্পাদক রতিরঞ্জন শর্মা, শহর আঞ্চলিক সমিতির সভাপতি সুবীরবরণ রায় সহ অন্যরা৷
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা৷ এরপর সঙ্গীত পরিবেশন করেন যোগমায়া সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা৷ নৃত্যম-র পক্ষ থেকে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন৷ এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন প্রায় ১০ জন শিল্পী৷ গিটার বাজিয়ে শোনান অধ্যাপক ড. প্রদীপ নাথ৷ পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অরূপরতন দাস৷
এদিকে, লোকসংস্কৃতি মঞ্চ, করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতির সভাপতি অরূপরতন দাস বলেন, আত্মপ্রকাশ করার গত ৩০ বছর থেকে বিভিন্ন উৎসব ইত্যাদির সময় অনুষ্ঠান করে চলেছে লোকসংস্কৃতি মঞ্চ৷ এবারও এর ব্যতিক্রম হয় নি৷ হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি৷