Barak Valley
করিমগঞ্জ ITI-র ডাক ঠিকানা জানিয়ে দেওয়া হল

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ ITI-র অধীক্ষক এক পত্র যোগে করিমগঞ্জ ITI-র ডাক ঠিকানা বা Postal Address জানিয়ে দিয়েছেন৷ এতে জানানো হয়েছে যে, করিমগঞ্জ শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা ITI রামকৃষ্ণনগরে অবস্থিত নিজস্ব স্থায়ী প্রাঙ্গণে ১ জুলাই থেকে চালু করা হয়েছে৷ পত্রে করিমগঞ্জ ITI-র ঠিকানা- Superintendent, Industrial Training Institute, Karimganj, Post Office- Ramkrishnanagar, District-Karimganj, Assam. 788166 বলে জানানো হয়েছে ৷