Barak Valley

দিল্লি পুলিশের আতিশয্যের প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ

করিমগঞ্জ, ২৯মে : খেলাধুলার জগতে ভারতের গৌরব অর্জনকারী মহিলা কুস্তিগীররা দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন অর্থাত্‍ ২৮ মে তারিখে নতুন সংসদ ভবনের সামনে মহাপঞ্চায়েত আহ্বান করে । দিল্লী পুলিশ এই মহাপঞ্চায়েত ভেস্তে দিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। মহিলা কুস্তিগীরদের পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের বাড়ী বাড়ী গিয়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে। এই পুলিশি আতিশয্যের বিরুদ্ধে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও”র পক্ষ থেকে আজ সারা দেশে কালো দিবস পালন করার আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে এ আই ডি এস ও”র করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আজ সোমবার বিদ্রোহী কবি কাজী নজরুলের মূর্তির প্রাঙ্গনে এক বিক্ষোভ সংগঠিত হয়। বিক্ষোভ প্রদর্শনকালে সংগঠনের কর্মী,সংগঠকরা স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলে।

বিক্ষোভ প্রদর্শনের সময় সংগঠনের জেলা সভাপতি সুজিত্‍ কুমার পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, অতি সত্বর বিজেপি দলের সাংসদ ব্রিজভুষণ শরণ সিংকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং পুলিশ যৌন হেনস্থায় অভিযুক্তকে গ্রেপ্তার করার পরিবর্তে অভিযোগকারীদের হয়রাণি করছে, ন্যায় সঙ্গত আন্দোলনে অংশ গ্রহণকারীদের গ্রেপ্তার করছে, সুতরাং এর বিরুদ্ধে তীব্র গন আন্দোলন গড়ে তুলতে হবে।

বর্তমানে সমগ্র দেশেই ফ্যাসিবাদী কায়দায় গনতান্ত্রিক ধ্যান ধারণাকে হত্যা করা হচ্ছে এবং তার ফলেই সারা দেশে যৌন হেনস্থা, নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনা ঘটছে এবং প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে । এর বিরুদ্ধে ছাত্র যুব সমাজ এবং সেইসঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি । বিক্ষোভে অংশগ্রহণ করেন জয়দীপ দাস, রাজদীপ দাস, রূপালী দাস দীপক রায়, সোনালী নাথ সহ অনেকে।

Show More

Related Articles

Back to top button