Barak Valley

জাপানি এনকেফেলাইটিস প্রতিরোধে অভিযান

জনসংযোগ, করিমগঞ্জ : জাপানি এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব প্রতিহত করতে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ সম্প্রতি সমন্বিত রোগ নজরদারি কর্মসূচির অধীনে ভেটেরিনারি বিভাগের সহযোগিতায় ও ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম ও ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিস কন্ট্রোল ইউনিটের তদারকিতে পাথারকান্দিতে শূকরের মধ্যে জাপানিজ এনকেফেলাইটিসের সেরো সার্ভিলেন্স শুরু হয়েছে৷

এতে ১৪টি শুকরের রক্ত নমুনা সংগ্রহ করেন SBFA বিশ্বামিত্র দাস৷ সেখানে দেবজিৎ দে, জেলা পরামর্শক NCVBDC, সুমিত রায়, Epidemiologist, IDSP, অবিনাশ বিশওয়াল, ম্যানেজার, কৃষি ও মৎস্য, সুব্রত দাস, সার্ভিলেন্স ইন্সপেক্টর, SCVBDC উপস্থিত ছিলেন৷

পাথারকান্দিতে সংগৃহীত শুকরের রক্তের নমুনাগুলি গুয়াহাটি খানাপাড়াস্থিত North-East Regional Diagnostic Laboratory-তে পাঠানো হয়৷ এতে জাপানি এনকেফেলাইটিস সংক্রমণ পাওয়া যায়নি৷

এদিকে, ডা: রঞ্জিত বৈদ্য, Chief Medical & Health Officer ও আব্দুল রহিম, জেলা ভেটেরিনারি অফিসার, জাপানি এনকেফেলাইটিস ভাইরাসের সার্ভিলেন্সের বিষয়ে ভেটেরিনারি বিভাগের সঙ্গে জেলা পর্যায়ের সভা করেন৷ এতে দেবজিৎ দে, কনসালটেন্ট NCVBDC, বলেন শূকরগুলিকে সাধারণ রোগের বিরুদ্ধে টিকা দিতে হবে৷ এবং শূকর পালন মানুষের বসতি থেকে ১০০০ মিটার দূরে করতে হবে৷ সুমিত রায় বলেন, আগামী দিনে করিমগঞ্জ জেলার অন্য এলাকায় JE-র জন্য তীক্ষ্ণ নজরদারি অব্যাহত থাকবে৷

Show More

Related Articles

Back to top button