Updates
হাইলাকান্দিতে স্বাস্থ্য মেলা

জনসংযোগ, হাইলাকান্দি, ১৪ জুলাই : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে চলতি মাসে তিনটি স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। ২৫ জুলাই রাম চন্ডি চা বাগান অফিসে, ২৭ জুলাই ধলাই চা বাগান হাসপাতালে এবং ২৯ জুলাই কাঞ্চনপুর চা-বাগান নাচগরে এই স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে। এতে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধপত্র বিনামূল্যে বন্টন করা হবে। জনসাধারণকে এই স্বাস্থ্য মেলার সুযোগ নিতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।