Barak Valley

ট্রাফিক সমস্যা নিরসনের দাবিতে ডিসিকে স্মারকপত্র ছাত্র সংসদের

করিমগঞ্জ : যানবাহনের সংখ্যা বাড়ছে করিমগঞ্জে৷ শহরের ছোট সড়কে নিয়মিত যানজট হচ্ছে৷ বাড়ছে দুর্ঘটনা৷ করিমগঞ্জ কলেজের সামনে নিয়মিত যানজট লেগে হয়রানির মুখে পড়ছেন সাধারণ নাগরিক সহ কলেজ পড়ুয়ারা৷ ব্যস্ততম এই সড়কে বেপরোয়া যানবাহন চলাচলের ফলে সমস্যায় সব শ্রেণির মানুষ৷ কলেজের সামনে যানবাহন ধীরগতিতে চালানোর জন্য নেই কোন সতর্কতবার্তা৷ ফলে এনিয়ে সরব হয়েছে কলেজের ছাত্র সংসদ৷

বৃহস্পতিবার ছাত্র সংসদের তরফে এমর্মে জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান করা হয়৷ স্মারকপত্রে কলেজের আশপাশ এলাকায় সড়কে স্পিডব্রেকারের ব্যবস্থা করা, ট্রাফিক সিগন্যাল বোর্ড, সচেতনতা বোর্ড, স্পিড লিমিট সাইনবোর্ড, ধীরগতিতে গাড়ি চলাচলের সাইনেজ সহ ট্রাফিক নিয়ন্ত্রণের অন্যান্য বিষয়ের সাইনবোর্ড লাগানোর দাবি জানানো হয়েছে৷ জেলা আয়ুক্তের অনুপস্থিততে এডিসি উদয় শংকর দত্ত স্মারকপত্র গ্রহণ করেন৷ স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন কলেজ ছাত্র সংসদের ভিপি শিবম দত্ত, মন্দিরা দাস, অম্রিকা দাস পুরকায়স্থ, সুব্রত দেব ও রোহিত দাস৷

ট্রাফিক সমস্যা নিরসন যেন সম্ভব হচ্ছে না৷ করিমগঞ্জ কলেজের উভয় দিকে প্রায় প্রতিদিন যানজটে পথচারী সহ জনগণকে হয়রান হতে হয়৷ ফুটপাতের ওপর ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজের পরিবার প্রতিপালনের জন্য ব্যবসার পসার সাজিয়ে বসায় পথচারীদের চলফেরায় কিছুটা সমস্যা হচ্ছে৷ এছাড়া শহরের মধ্যে দ্রুতগতিতে দ্বিচক্রযান চলাচল নিয়ন্ত্রণে আনতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷

এদিন ট্রাফিক ব্যবস্থার উন্নতি নিয়ে প্রদত্ত স্মারকপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছে জেলা পরিবহণ আধিকারিক, ট্রাফিক পুলিশের ইনচার্জ ও পৌরসভার চেয়ারম্যানকে৷

Show More

Related Articles

Back to top button