Barak Valley

ডিজিটাল হেল্থ কনক্লেভে ২টি পুরষ্কার করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের

জনসংযোগ, করিমগঞ্জ : ডিজিটাল ইন্ডিয়া মিশনের অংশ হিসাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের বেশ কয়েকটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে৷ ১২ জুলাই আসাম প্রশাসনিক স্টাফ কলেজ, খানাপাড়া, গুয়াহাটিতে এ ধরনের অনলাইন পোর্টালগুলির একটি কনক্লেভের আয়োজন করা হয়৷

করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ এই ডিজিটাল হেল্থ কনক্লেভে দু’টি পুরষ্কার পায়৷ যার মধ্যে রয়েছে – আরসিএইচ আনমোল পোর্টাল বাস্তবায়নে ১ম পুরষ্কার এবং এসএনসিইউ পোর্টালে সেরা পারফর্মিং ডিস্ট্রিক্ট৷ জেলা ডাটা ম্যানেজার, NHM, কল্যাণ পুরকায়স্থ ও Data Manager, IDSP অমিত ভুঁইয়ার বুধবার রাজ্যের NHM-র উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে NHM-র Mission Director লক্ষীপ্রিয়ার হাতে থেকে পুরষ্কার গ্রহণ করেন৷

Re-productive & child health হল মহিলাদের প্রজনন ও জীবন চক্রজুড়ে স্বতন্ত্র সুবিধা গ্রহণের জন্য প্রাথমিক শনাক্তকরণ৷ যা প্রজনন প্রক্রিয়ায় মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য নিরীক্ষণ, সহায়তা এবং উৎসাহ প্রদান করা৷ আনমোল হল RCH Portal-র ১টি tablet ভিত্তিক সংস্করণ৷ যা যোগ্য দম্পতি, গর্ভবতী ও শিশুদের শনাক্ত করে৷ NCNU Data Managemet Software তৈরী করা হয়েছে৷ যা সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে ভর্তি হওয়া শিশুদের ভর্তি ও ডিসার্জের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে৷ এতে পিতামাতা ও নিকটাত্মীয়দের SMS-র মাধ্যমে জ্ঞাত হওয়ার বৈশিষ্ট্য রয়েছে৷

Show More

Related Articles

Back to top button