Barak Valley

ডিলিমিটেশন : কমলাক্ষের আহ্বানে নাগরিক সভা ২৫ শে

করিমগঞ্জ : ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশের পর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে করিমগঞ্জে৷ বিভিন্ন দল-সংগঠন প্রতিবাদে সরব হয়েছে৷ APCC কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ডিলিমিটেশন প্রক্রিয়াকে রাজনৈতিক প্রহসন বলে উল্লেখ করেছেন৷ তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী সহ বিজেপির সমালোচনায় মুখর হয়েছেন৷ সেই সঙ্গে তিনি ডিলিমিটেশনের মাধ্যমে করিমগঞ্জের চিত্র পাল্টে দেওয়া নিয়ে আহ্বান করেছেন নাগরিক সভা৷

নির্বাচন কমিশন অসমের লোকসভা ও বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছে মঙ্গলবার৷ ওই তালিকা অনুযায়ী বরাক উপত্যকার বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৫ থেকে কমে ১৩ করা হয়েছে৷ বাদ পড়েছে ২টি আসন৷ বিধানসভা কেন্দ্রগুলোর ব্যাপক রদবদল করা হয়েছে৷ সবমিলিয়ে বরাক উপত্যকায় এনিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

এ ব্যাপারে মত বিনিময় এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে আগামী ২৫ জুন, রবিবার এই নাগরিক সভা আহ্বান করা হয়েছে৷ ওইদিন বিকাল ৫টায় করিমগঞ্জ মিশন রোডস্থ বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে নাগরিক সভায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি৷

বৃহস্পতিবার বিকেলে এনিয়ে আলোচনাকালে বিধায়ক জানান, এভাবে খেয়ালখুশি মতো কোনও কিছুকে মেনে নেওয়া যায় না৷ জেলার ৫ বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি কীসের ভিত্তিতে কমিয়ে দেওয়া হল? এই প্রশ্ন তুলে তিনি বলেন, কোনও ভৌগোলিক সার্ভে ছাড়াই ডিলিমিটেশনের খসড়া তৈরী করা হয়েছে৷ তিনি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার হবে৷

বিধায়ক বলেন, ২৫ জুন নাগরিক সভায় সকলের মতামতকে রিজলিউশন আকারে নিয়ে তা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে৷

Show More

Related Articles

Back to top button