Barak Valley
ডিলিমিটেশন : খসড়া প্রত্যাহারের দাবিতে বুধবার করিমগঞ্জে গণ-ধরনা

করিমগঞ্জ : সংসদীয় এবং বিধানসভা নিৰ্বাচন কেন্দ্ৰের ডিলিমিটেশন খসড়া প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাজ্য জুড়ে। প্রতিবাদ চলছে দক্ষিণ অসমের বরাক উপত্যকায়ও। আগামী বুধবার করিমগঞ্জ জেলা প্রশাসনের নির্মিত ধরনা মঞ্চে বরাক উপত্যকার আন্দোলনের বৃহত্তর প্ল্যাটফর্ম ‘নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, অসম’ (সিআরপিসিসি)-এর কেন্দ্রীয় কমিটির আহ্বানে একই দিনে তিন জেলা সদরে রাজ্যের লোকসভা ও বিধানসভা কেন্দ্ৰের সীমানা নির্ধারণে নির্বাচন কমিশনের বেআইনিভাবে চাপিয়ে দেওয়া খসড়া প্রত্যাহারের দাবিতে ধরনা কর্মসূচি সংগঠিত হবে।

পাশাপাশি রাজ্যপালের উদ্দেশ্যে জেলাশাসকের মারফত স্মারকলিপি প্রদান করা হবে ওইদিন। ধরনা কর্মসূচিতে সকাল ১১-টায় ধরনা মঞ্চে সকলের উপস্থিতি কামনা করেছেন নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।