ডিলিমিটেশন : ২৬ জুন করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি সিপিআইএম-এর

করিমগঞ্জ : নির্বাচন কমিশন কর্তৃক সদ্য প্রকাশিত খসড়া ডিলিমিটেশন প্রস্তাবের বিরোধিতা করে আগামী আগামী ২৬ জুন করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিআই (এম)-এর করিমগঞ্জ জেলা কমিটি। দলের এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, ২০২৬ সালে দেশব্যাপী ডিলিমিটেশন কমিশন সীমানা পুনর্নির্ধারণের কাজ হাতে নেবে।
সে ক্ষেত্রে রাজ্যের সমস্ত বিরোধী দলের সম্মিলিত আপত্তি উপেক্ষা করে অন্যায়ভাবে ২০০১ সালে আমশুমারির ভিত্তিতে সীমানা নির্ধারণের খসড়া নির্বাচন কমিশন প্রকাশ করেছে। প্রকাশিত খসড়ায় বরাক উপত্যকার ২-টি বিধানসভা সমষ্টি রহস্যজনকভাবে বিলোপ করা হয়েছে এবং সমগ্র বরাক উপত্যকার, বিশেষ করে করিমগঞ্জ জেলার ভৌগোলিক মানচিত্র তছনছ করা হয়েছে বলে অভিযোগ দলীয় কর্মীদের।
এরই প্রতিবাদে সিপিআই (এম)-এর করিমগঞ্জ জেলা কমিটির ডাকে আগামী ২৬ জুন সকাল ১১টায় করিমগঞ্জ শহরে আম্বেদকর পার্কে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিকে সফল করার জন্য পার্টি জেলার সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় এবং শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের প্রতি আহ্বান জানান জেলা সম্পাদক পরিতোষ দাসগুপ্ত।