Barak Valley

ড. বিআর আম্বেদক‌রের জন্মতিথি উপল‌ক্ষ্যে করিমগঞ্জের আসাইঘা‌টে স্বাস্থ্য শি‌বির

পাথারকান্দি, ২৫ এপ্রিল : ভারতরত্ন, দে‌শের সং‌বিধান প্রণেতা ড. ভিমরাও আম্বেদকরের ১৩৩-তম জন্মতিথি উপলক্ষ্যে মঙ্গলবার করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর ৭৭৫ নম্বর পূর্ব আসাইরঘাট এলপি স্কুলে জেলা স্বাস্থ্য বিভা‌গের সৌজ‌ন্যে ও স্থানীয় বি‌জে‌পি কার্যকর্তা এবং পঞ্চা‌য়েত প্রতি‌নি‌ধি‌দের ব্যবস্থাপনায় এক স্বাস্থ্য শিবির অনু‌ষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য শিবারে প্রায় দু শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা ক‌রে বিনামু‌ল্যে ওষুধপত্র বিলি করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ ও বি‌জে‌পি কার্যকর্তা‌দের এই মহত্‍ উদ্যোগকে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা।

আজকের স্বাস্থ্যে শি‌বি‌রে কযেকজন চি‌কিত্‍সক, স্বাস্থ্য কর্মী‌ ও স্কুল শিক্ষকদের পাশাপা‌শি উপ‌স্থিত ছি‌লেন বি‌জে‌পির কি‌শোর চৌধুরী, রথীন্দ্র বর্ধন, কার্তিক শুক্লবৈদ্য, দীপনলাল বৈদ্য, শুক্লা বৈদ্য, রাণা বৈদ্য, সিপন বৈদ্য প্রমুখ।

Show More

Related Articles

Back to top button