ঢাকায় জাতীয় শহিদ মিনারে প্রেস ক্লাব ও বরাক বঙ্গের শ্রদ্ধাঞ্জলি

পাঞ্চজন্য রায় : অমর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রেস ক্লাব করিমগঞ্জের সাংবাদিকরা।
ঢাকার রক্তে রাঙা সেই ভূমিতে এসে এবার শ্রদ্ধা নিবেদন করেছে প্রেস ক্লাব করিমগঞ্জ। আজ মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকের একটি দল ঢাকার শহিদ মিনারে পুষ্পস্তবক ও ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ছিলেন প্রেস ক্লাব করিমগঞ্জে সাধারণ সম্পাদক অরূপ রায়, সাংবাদিক এসএম জাহির আব্বাস, সুদীপ দাস, আজহার উদ্দিন প্রমুখ।
পুষ্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা জানিয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অরূপ রায় জানান, আমার ভাইয়ে রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি ৭১-তম শহিদ দিবসের দিনটি পালনের উদ্দেশ্যে সকালে তাঁরা কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়েছেন। আজকের এই মহান দিন যেন বিশ্বের সকল মানুষের মাতৃভাষা রক্ষা আন্দোলনের অনুপ্রেরণা হয়, এই কামনা করেন অরূপ।