Barak Valley

তরুণ গগৈর জন্মদিন পালন শ্রীভূমি কংগ্রেসের

শ্রীভূমি, ১১ অক্টোবর : করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে শনিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর জন্মদিন পালন করা হল। এদিন প্রথমে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, মিডিয়া চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, অহিরঞ্জন দে, অনুরাগ দত্ত, সন্দীপ নন্দী, মানিক চন্দ্র দে, নৃপেন্দ্র চন্দ্র দাস, ধ্রুবজ্যোতি দাস, গৌতম কর, নিরঞ্জন মালাকার প্রমুখ।

করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ তরুণ গগৈর স্মৃতিচারণ করে বলেন, তাঁর মতো মুখ্যমন্ত্রী বিরল, তিনি যখন ক্ষমতায় আসেন তখন অসমের অবস্থা ছিল বীভৎস। কংগ্রেস সরকার পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন অনেক উন্নয়ন করেছে অসমের। আজ হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার জনগণকে ঋণের ফাঁদে ফেলছে, যা থেকে পরিত্রাণ পাওয়া দুষ্কর।

এদিকে, তাপস পুরকায়স্থ করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি হওয়ার পর জেলা কংগ্রেসে আমূল পরিবর্তন আনতে এবং কংগ্রেসকে শক্তিশালী করে তুলতে শাহাদত আহমদ চৌধুরীকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান এবং নিলামবাজার ব্লক কংগ্রেস সহ জেলা সংখ্যালঘু বিভাগের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়। শাহাদত আহমদ চৌধুরী (স্বপন) জানান, আগামী বিধানসভা নির্বাচনেকে সামনে রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগকে ঢেলে সাজানো হবে।

Show More

Related Articles

Back to top button