Barak Valley

তারাপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

শিলচর : শিলচর তারাপুর ওভার ব্রিজের নীচে রেল লাইন হেঁটে পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল প্রৌঢ়ের৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার ২:১০ মিনিট নাগাদ৷ শিলচর জিআরপি সূত্রে জানা গেছে, এদিন রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন কাটিগড়া নুননগরের বাসিন্দা কাজল নাথ (৫৮)৷ শিলচর-মহিশাসন ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়৷ স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে রেল পুলিশকে খবর দেন৷ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালে নিয়ে যায়৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের সমঝে দিয়েছে জিআরপি৷

জানা গেছে, কাজল নাথ কাটিগড়ার নিজ বাড়ি থেকে তারাপুরের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন৷ এদিন বিশেষ কাজে যাওয়ার জন্য রেল ক্রসিং পার হতে গেলে ঘটে বিপত্তি৷

Show More

Related Articles

Back to top button