Assam

তিনসুকিয়ায় প্ৰায় ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার করিমগঞ্জের তিন মাদক

তিনসুকিয়া : উজান অসমের তিনসুকিয়ায় প্ৰায় পাঁচ কোটি টাকার সন্দেহযুক্ত হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে আটক করা হয়েছে আবিদুল হক, মারুফ আহমেদ খান এবং শিফলু আহমেদ নামের তিন মাদক পাচারকারীকে। এদের সকলের বাড়ি করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

তিনসুকিয়া জেলা পুলিশের ড্রাগস বিরোধী অভিযান তীব্রতর করা হয়েছে। তিনসুকিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মইদুল ইসলামের কাছে গোপন তথ্য ছিল, সুইট ডিজায়ার গাড়িতে করে বিপুল পরিমাণের হেরোইন পাচার হবে। ওই খবরের ভিত্তিতে রবিবার রাতে কাকপথার থানার ওসি নবীন চেতিয়া সহ পুলিশের দল নিয়ে সেনা ছাউনির সামনে জাতীয় সড়কে নাকা পয়েন্ট গড়ে মাদক-উদ্ধার অভিযানে নামেন অতিরিক্ত পুলিশ সুপার মইদুল ইসলাম।

সময় গড়িয়ে মধ্য রাত, এক সময় এএস ০৪ পি ৭০১০ নম্বরের সুইফট ডিজায়ার এবং এএস ০১ বিভি ৩০৯২ নম্বরের একটি অল্টো কার আসে নাকা পয়েন্টে। গাড়ি দুটির গতিরোধ করে এগুলিতে তালাশি চালিয়ে সুইফট ডিজায়ার থেকে ৫৭টি সাবানের কেসে ৫৬টি পাউচে মোড়া ৭০০ গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করা হয়।

এর সঙ্গে পুলিশ আটক করে তিন মাদক পাচারকারী করিমগঞ্জ জেলার কালিগঞ্জের দুই বাসিন্দা আবিদুল হক ও মারুফ আহমেদ খান এবং করিমগঞ্জ শহরের বনমালি এলাকার শিফলু আহমেদকে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দুটি কারও।

পুলিশ সূত্রের তথ্য, উদ্ধারকৃত হেরোইনগুলির স্থানীয় বাজারমূল্য প্ৰায় ১ কোটি ৪০ লক্ষ টাকা হলেও আন্তর্জাতিক বাজারে এগুলির দর প্ৰায় ৫ কোটি টাকা হবে।

ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা স্বীকার করেছে, হেরোইনগুলি নাগাল্যান্ডের ডিমাপুর থেকে সংগ্রহ করেছে। স্বীকারোক্তির ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, জানিয়েছে জেলা পুলিশের সূত্রটি।

Show More

Related Articles

Back to top button