North-East

মিজোরামে ২.৫৫ কোটি টাকার হেরোইন সমেত গ্রেফতার অসমের করিমগঞ্জের যুবক

আইজল, ৩১ মে : মিজোরামে ২.৫৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে রাজ্য পুলিশ। মাদক দ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অসমের করিমগঞ্জ জেলার এক যুবককে। ধৃত যুবককে করিমগঞ্জ জেলার খাগাইলের বাসিন্দা জনৈক মিরজান আলি খানের বছর ৩৬-এর ছেলে জসিম উদ্দিন খান বলে পরিচয় পাওয়া গেছে।

আইজলে রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে মিজোরামের চালবাউয়া জংশন খানকাউন পুলিশ চেকগেটে চামফাই পুলিশের অভিযানে অসমের বাসিন্দা জসিম উদ্দিন খানের হেফাজত থেকে ২.৫৫ কোটি টাকার মাদকদ্রব্য হেরোইন বাজেয়াপ্ত করেছে।

সূত্রটি জানিয়েছে, আজ সকালে বি/আর এমজেড ০১ এল ০৩৩৫ নম্বরের একটি অল্টো-১০ ওই চেকগেটে আসে। গাড়ির চালক ছিল করিমগঞ্জের মিরজান আলি খানের ছেলে জসিম উদ্দিন খান। জসিম-চালিত গাড়িতে তালাশি চালিয়ে ৪৪টি সাবান কেসে মোট ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারে দাম ২.৫৫ কোটি টাকা। ধৃত জসিম উদ্দিন খানের বিরুদ্ধে চালবাউয়া জংশন খানকাউন থানায় নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস) আইনের অধীনে ২১ (সি) / ২৫ নম্বরে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button