Barak Valley

শহরকে আবর্জনামুক্ত করার বার্তা দিয়ে করিমগঞ্জে স্বচ্ছতা মশাল মার্চ

করিমগঞ্জ : করিমগঞ্জে বেশ আগে থেকেই পৌরসভার উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে৷ স্বচ্ছ ভারত অভিযানের আওতায় এই কাজ চলছে৷ এরজন্য শহরবাসী প্রতি পরিবার পিছু ২টি করে ডাস্টবিন দেওয়া হয়েছে৷ একটিতে শুকনো আবর্জনা এবং অন্যটিতে ভেঁজি আবর্জনা৷ SHG-র মাধ্যমে তা সংগ্রহ করা হচ্ছে৷ ফলে মহিলাদের উৎসাহ এবং যত্রতত্র আবর্জনা না ফেলার আর্জি জানিয়ে করিমগঞ্জ শহরে স্বচ্ছতা মশাল মার্চ বের হয় পৌরসভার উদ্যোগে৷ শনিবার বিকেলে তা শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে৷

রেলিতে উপস্থিত ছিলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপ-পৌরপতি সুখেন্দু দাস, স্বচ্ছ ভারত অভিযানের city project officer রেকিব আহমদ সহ অন্যরা৷

পৌরপতি এবং উপ-পৌরপতি জানিয়েছেন, করিমগঞ্জ শহরকে আবর্জনা মুক্ত করতে প্রয়াস চালাচ্ছে পৌরসভা৷ তবে এজন্য জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা৷

Show More

Related Articles

Back to top button