শনিবার থেকে করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের টিকা প্রদান

জনসংযোগ, করিমগঞ্জ, ১২ মে : ২০২৩ সালের করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের টিকা ১৩ মে, শনিবার থেকে প্রদান করা হবে। করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক ও জেলা হজ কমিটির সদস্য সচিব জানিয়েছেন ১৩ মে, শনিবার পাথারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাথারকান্দি সমষ্টির হজ যাত্রীদের প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে।
পাশাপাশি ১৪ মে, রবিবার কাজিরবাজার হাইস্কুলে রাতাবাড়ি সমষ্টির হজযাত্রীদের, ১৫ মে, সোমবার মারকাজুল উলুম ভাঙ্গা মাদ্রাসায় বদরপুর সমষ্টির হজযাত্রীদের টিকা প্রদান করা হবে। এদিকে ১৬ মে, মঙ্গলবার কানিশাইল মর্কজ মসজিদে উত্তর করিমগঞ্জ সমষ্টির হজ যাত্রীদের এবং ১৭ মে বুধবার গুণময়ী হাই স্কুল, নিলাম বাজারে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির হজ যাত্রীদের এই টিকা প্রদান করা হবে। এতে সংশ্লিষ্ট এলাকার হজযাত্রীদের নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে টিকা গ্রহণ করতে জেলা হজ কমিটি থেকে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০ টা থেকে নির্ধারিত কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।