Barak Valley

দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে লুমিহেল্প এলইডি সাপোর্ট ও স্কিল সেন্টারের উদ্বোধন

জনসংযোগ, শ্রীভূমি, ৪ সেপ্টেম্বর: এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে বুধবার লুমিহেল্প এলইডি সাপোর্ট ও স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়।

সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে কেন্দ্রের উদ্বোধন করেন আইকিউএসি সমন্বয়কারী ড. রাজীব পাল, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. চিন্ময় পাল, ড. সুরজিৎ রায় প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পদার্থবিদ্যা বিভাগের প্রধান ড. শিবাশিষ দত্ত বলেন, লুমিহেল্প শুধু শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বাড়াবে না, পরিবেশগত টেকসইতায়ও বিশেষ অবদান রাখবে। আইকিউএসি সমন্বয়কারী ড. রাজীব পাল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের এক নতুন দিগন্ত খুলে দেবে। কেন্দ্রের সমন্বয়কারী ড. অবিনাশ শুক্লবৈদ্য দক্ষতা-ভিত্তিক শিক্ষা ও পরিবেশবান্ধব উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থী অনির্বাণ সিনহা ও সুমন সিনহা এলইডি বাল্ব মেরামতের একটি প্রদর্শনী উপস্থাপন করে। পাশাপাশি এলইডি বাল্ব মেরামতের এক কর্মশালাও অনুষ্ঠিত হয়। এতে ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী অধ্যাপক ড. প্রীতি ভজন।

Show More

Related Articles

Back to top button