দীনদয়াল মডেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
করিমগঞ্জ : বুধবার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী, বদরপুর নবীনচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক ড. বিষ্ণু চন্দ্র দে, উপাধ্যক্ষ সতীনাথ পাল, শিক্ষক-অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা৷
প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী বর্তমান সময়ের প্রেক্ষাপটে মাতৃভাষা চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন৷
তিনি বলেন, ভারতের সাংস্কৃতিক বিভিন্নতা সত্বেও সমস্ত কিছুর মধ্যে একটা ঐক্যবোধ রয়েছে৷ তিনি ওই ঐক্যবোধে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ হতেও বলেন৷
এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হল ‘বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটি স্তম্ভ’৷ এই বিষয়ে বক্তব্য রাখেন বদরপুর নবীনচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক ড. বিষ্ণু চন্দ্র দে৷ এছাড়াও বক্তব্য পেশ করেন দীনদয়াল কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবজ্যোতি বরা এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিবপ্রসাদ শর্মা৷
ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান ড.দেবযানী দেবনাথ৷ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে৷ গোটা অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কণিক চক্রবর্তী৷