Updates

দীপাবলির মুহূর্তেই সুপ্রাকান্দিতে চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা, আহত একাধিক

সুপ্রাকান্দি, ২০ অক্টোবর: দীপাবলির আনন্দঘন মুহূর্তে সুপ্রাকান্দি এলাকায় ঘটে এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগামী চারচাকা গাড়ি বিপরীত দিক থেকে এসে একটি ইলেকট্রিক অটোকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অটোর যাত্রীসহ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি এত দ্রুত ঘটে যে অটোচালক গাড়িটিকে এড়ানোর সুযোগ পাননি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত যান দু’টি থানায় নিয়ে যাওয়া হয়েছে। দীপাবলির রাতে এমন দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Show More

Related Articles

Back to top button