Barak Valley

দুর্গাপূজা উপলক্ষ্যে পুরোহিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন শিলচর ও করিমগঞ্জে

করিমগঞ্জ : আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে শিলচরের ‘পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্র’ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করেছে। এবার তিথির স্বল্পতার পরিপ্রেক্ষিতে সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা কীভাবে সম্পন্ন করা হবে, এ সব নিয়ে কর্মশালায় আলোচনা হবে। তাছাড়া, দুর্গাপূজা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের তাত্ত্বিক ও প্রায়োগিক দিকগুলোও কর্মশালায় উপস্থাপন করা হবে।

আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর শিলচরের মালুগ্রামে শ্যামানন্দ ভৈরববাড়িতে এবং ২৯ সেপ্টেম্বর করিমগঞ্জের সুভাষনগরে অবস্থিত শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে অনুষ্ঠিত হবে পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালাগুলি চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত।পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের প্রাক্তন ও বর্তমান শিক্ষাবর্ষের সকল প্রশিক্ষার্থীকে অনুষ্ঠেয় কর্মশালাগুলিতে অংশগ্রহণ করতে আবেদন জানিয়েছেন আয়োজকরা।

এতদঞ্চলের বিশিষ্ট শাস্ত্রীয় পণ্ডিতগণ অনুষ্ঠেয় কর্মশালায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন। তাই বরাক উপত্যকার পুরোহিতগণ এবং দুর্গাপূজা করতে আগ্রহী পুরোহিতদেরও অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ জানিয়েছেন তাঁরা।

Show More

Related Articles

Back to top button