Assam

দুর্নীতি দমন শাখার হাতে বারো ঘন্টায় রাজ্যে গ্রেফতার ৩ ঘুষখোর

গুয়াহাটি : ১২ ঘন্টার মধ্যে ৩ ঘুষখোর গ্রেফতার হলেন রাজ্যে৷ বুধবার সন্ধ্যায় ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও হলেন নগাঁও থানার উপ-পরিদর্শক (UB) সুরজ পাল হক, পুরনো একটি বিচারাধীন মামলার নিষ্পত্তির নামে ঘুষ নেওয়ার সময় ওই পুলিশ কর্তাকে দুর্নীতি দমন শাখার কর্মী-আধিকারিকরা হাতেনাতে ধরে ফেলেন৷

বৃহস্পতিবার ঘুষ নেওয়ার অপরাধে আরও দুইজন গ্রেফতার হয়েছেন পৃথক পৃথক দুটি অভিযানে৷ নগাঁও লহকর ঘাট গ্রাম পঞ্চায়েত সচিব মুকুট চন্দ্র কুমারকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার কর্মী-আধিকারিকরা৷ বাড়ি মেরামতির চেক প্রদানের কাজের সময় ঘুষ নেওয়ায় তাকে গ্রেফতার করা হয়৷ ওইদিন বিশ্বনাথ ঘাট এফ এ আহমেদ হাইস্কুলে অভিযান চালান দুর্নীতি দমন শাখার কর্মী-আধিকারিকরা৷ হাইস্কুলের করণিক মোহাম্মদ আনোয়ার হুসেন ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হন৷

Show More

Related Articles

Back to top button