Barak Valley

দুল্লভছড়ায় গ্রেফতার বনদস্যু

পাথারকান্দি : সংর‌ক্ষিত বনাঞ্চ‌লের ভিত‌রে প্রবেশ ক‌রে সেগুন গাছ কাট‌তে গি‌য়ে হা‌তেনা‌তে ধরা পড়ল এক বনদস্যু । ধৃ‌তের নাম আলিম উদ্দিন। বয়স ২৮ বছর। বা‌ড়ি রাতাবা‌ড়ি বিধানসভা এলাকার অসম-‌মি‌জোরাম সীমা‌ন্তের রংপু‌রের মাগুরাছড়ায়।

এ ব্যাপারে ক‌রিমগঞ্জ জেলা বন‌ বিভা‌গের এসিএফ সুখ‌দেব সাহা জানান, ডিএফও চির‌ঞ্জিত্‍ জৈ‌নের নি‌র্দেশে গোপন সূ‌ত্রের ভি‌ত্তিতে মঙ্গলবার কাক‌ভো‌রে চেরা‌গি ফ‌রেস্ট রে‌ঞ্জের কর্মী সহ বি‌শেষ প্রটেকশন টিম স্থানীয় কমলপুর সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে হানা দি‌য়ে ওই বনদস্যুকে পাকড়াও ক‌রে। তার কাছ থে‌কে এক‌টি কুঠার, দা সহ কিছু সেগুন কাঠও বা‌জেয়াপ্ত করা হয়।

এদি‌কে আজই বন বিভা‌গের প‌ক্ষ থেকে ধৃত‌কে করিমগঞ্জের সিজেএম আদাল‌তে সোপর্দ করা হ‌লে আদাল‌তের নি‌র্দেশে তার ঠাই হয় জেল হাজ‌তে।

Show More

Related Articles

Back to top button